
নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এ সময় ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয় পূজামণ্ডপ।
৩ ফেব্রুয়ারি, সোমবার বিশ্ববিদ্যালয় থানা ফটক সংলগ্ন মাঠে সকাল ৬ টায় প্রতিমা স্থাপন করা হয়। পরে বেলা ১০ টার দিকে দেবী অর্চনা, পুষ্পাঞ্জলি, বানী অর্চনা ও ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বানী অর্চনায় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে ছিলেন শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম মাগুরার অধ্যক্ষ শ্রীমৎ চিন্ময়ানন্দ দাস। এছাড়া স্বাগত বক্তব্য রাখে বিশ্ববিদ্যালয় পূজা উদজাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায়।
প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় নাম শুনলে ভাবা হয়, এটি কোনো সাম্প্রদায়ের লোকের অধিপত্যে, ধর্মীয় কালচার, তাদের অবাধ বিচরণ। কিন্তু এই অসত্যকে দূর করে আজকের এই আনন্দঘন আয়োজন। আমারা সকল শিক্ষার্থীকে ধর্ম-বর্ণ নির্বিশেষে শিক্ষার্থীই মনে করি। আমরা অমূল্য সখ্যতা মৈত্রী বন্ধন নিয়ে বেড়ে উঠেছি। ধর্মীয় অধিকার সকলের মানবাধিকার। সব ধর্মই মানবিক চরিত্র গঠনের কথা বলে।
বিবার্তা/জায়িম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]