
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি আবেদন রবিবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া পরিবর্তিত পরীক্ষার সূচিতে 'এ' ইউনিটের পরীক্ষা আগামী ৩ই মে সকাল ১০টার পরিবর্তে ১৯ এপ্রিল বিকেল ৩টায় এবং 'বি' ইউনিটের পরীক্ষা ৩ই মে বিকেল ৩টার পরিবর্তে ২৫ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। 'সি' ইউনিটের পরীক্ষা যথারীতি ১৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলীর সভাপতিত্বে ৮৫তম (জরুরি) অ্যাকাডেমিক কাউন্সিল সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের এ সিদ্ধান্ত এবং পরিবর্তিত ভর্তি পরীক্ষা সূচির তারিখ ঠিক করা হয়।
এতে আরও বলা হয়, ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত (দিনরাত যে কোন সময়, এমন কি বন্ধের দিনেও) শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও কুবি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদনের যাবতীয় নিয়মাবলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) দেওয়া রয়েছে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, পরীক্ষার মান বণ্টন, অনুষদভিত্তিক বিভাগসমূহ, আসন সংখ্যা ও অন্যান্য শর্তাবলি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংরক্ষিত ভর্তি নির্দেশিকা হতে জানা যাবে। ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) নোটিশ আকারে প্রকাশ করা হবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ভর্তি আবেদন আজ থেকে শুরু হয়েছে, আগামী ২২ তারিখ অবধি আবেদন করা যাবে। আমাদের পূর্ববর্তী তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়েরও পরীক্ষার তারিখ ছিল। ফলে কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে এখানে দিতে পারবে না আবার এখানে পরীক্ষা দিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিতে পারবে না। তাই আমরা অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে তারিখ পরিবর্তন করেছি।
বিবার্তা/প্রসেনজিত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]