৩২ বছর পরও জাকসুর নির্বাচনী তফসিল নিয়ে ধোঁয়াশা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৩
৩২ বছর পরও জাকসুর নির্বাচনী তফসিল নিয়ে ধোঁয়াশা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা থাকলেও তা হয়নি। এঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চরম ধোঁয়াশা শুরু হয়েছে।


এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ নির্বাচনী সংশ্লিষ্ট কেউ কথা বলতে রাজি হননি। তবে এ নিয়ে বিকেলে ক্যাম্পাসে জরুরি সভা ডাকা হয়েছে। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।


দীর্ঘ ৩২ বছর পর আলোর মুখ দেখতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। এরই মধ্যে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন, খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও সম্পন্ন হয়েছে। তবে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আজ জাকসুর নির্বাচনী তফসিল ঘোষণার কথা থাকলেও এটি না হওয়ায় এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, রোডম্যাপ অনুযায়ী আজ জাকসুর তফসিল ঘোষণা কথা থাকলেও আমরা বিভিন্নভাবে জেনেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে ব্যর্থ হচ্ছে। একটি বৃহৎ ছাত্রসংগঠন প্রশাসনকে আজ তফসিল ঘোষণা না করার জন্য চাপ প্রয়োগ করছে। ফলে আমরা আশঙ্কা করছি তফসিল ঘোষণা হবে না।


তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো কোনো দলের কথা না ভেবে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা যেন গুরুত্ব দেয়। তফসিল ঘোষণা না হলে আমাদের পরর্বতী কর্মসূচির কথা জানাবো।


বিবার্তা/বাশার/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com