
আমাদের ভুলে গেলে চলবে না বিশ্ববিদ্যালয় একটি একাডেমিক প্রতিষ্ঠান, এটা পলিটিক্যাল প্রতিষ্ঠান না বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মশালার প্রকাশনার মোড়ক উন্মোচনে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, যদি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ফ্লেভার পলিটিক্যাল ফ্লেভারের নিচে চাপা পড়ে যায় তাহলে সে জাতিকে এর খেসারত দিতে হবে, সেই খেসারত চলছে এখন।
আমি ছাত্ররাজনীতি চাইলেই সিন্ডিকেটের মাধ্যমে বুয়েটের মতো করতে পারব। কিন্তু শিক্ষকদের রাজনীতি আমি বন্ধ করতে পারব না। কারণ, আমাদের ৭৩ অ্যাক্ট শিক্ষকদের ব্যাপক স্বাধীনতা দিয়েছে। কিন্তু তাদের দায়িত্বশীলতার ম্যাকানিজম উপহার দিতে পারেনি।
তিনি আরও বলেন, সাহিত্য ও সংস্কৃতি হচ্ছে যতগুলো এক্সট্রা কারিকুলার আছে তারমধ্যে অন্যতম। সাহিত্য সংস্কৃতি যারা চর্চা করে তারা কখনো সন্ত্রাসী হয় না।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, কথা দিয়ে হয় না এমন কোন কাজ নাই। কর্পোরেট দুনিয়ায় যারা প্রতিষ্ঠিত, তাদের একটি গুণ সুন্দরভাবে কথা বলা; যেটি আমাদের নাই। আমাদের শিক্ষার্থীদের উচিত, শুদ্ধভাবে পরিশীলিত ভাষায় কথা বলা।
কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মো. শাহাদাত হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাম্মেল হক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মো. শাহ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
কর্মশালার প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, কবি, গীতিকার ও আবৃত্তি প্রশিক্ষক চৌধুরী গোলাম মাওলা।
উল্লেখ্য, আবৃত্তি সংসদের তিন মাসব্যাপী প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালাটি জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে উৎসর্গ করা হয়েছে।
বিবার্তা/মহসিন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]