সত্য প্রতিষ্ঠিত করার সাংবাদিকতা করার পরামর্শ চবি ভিসির
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:১৪
সত্য প্রতিষ্ঠিত করার সাংবাদিকতা করার পরামর্শ চবি ভিসির
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সত্যকে প্রতিষ্ঠিত করে ইতিহাস বিকৃতি বন্ধ করে এমন সাংবাদিকতা চর্চা করার করার পরামর্শ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ইতিহাস বিকৃতি বন্ধ করে সত্যকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে এমন সাংবাদিকতা চর্চা করুন। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


১৪ জানুয়ারি ( মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আপনারা দেশীয় গণ্ডিতে নিজেদের সীমাবদ্ধ না রেখে বৈশ্বিক সাংবাদিক হয়ে ওঠুন৷


তিনি বলেন, দেশ সংস্কারের সুযোগ সব সময় আসে না৷ ১৯৭১ সালের পর বিভক্তির কারণে সংস্কার করা যায়নি, এখন আবার সে সুযোগ এসেছে। সবার অংশগ্রহণে তা নিশ্চিত করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে আপনাদের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করছি। আশা করছি নবীনরা সে পরিবর্তন প্রত্যক্ষ করতে পারবেন।


বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ক্ষুরধার লেখনীর মাধ্যমে মানুষের অধিকারকে জনগণের মাঝে তুলে ধরার জন্য এ বিভাগের শিক্ষার্থীদের অনন্য ভূমিকা রয়েছে। একইসাথে মোবাইল জার্নালিজমের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম জাতির সামনে তুলে ধরার জন্য এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন মজুমদার। এছাড়া শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, সহযোগী অধ্যাপক ও চবির তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মোঃ শহীদুল হক, সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন এবং সহকারী অধ্যাপক জনাব খ. আলী আর রাজী।


যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রওশন আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক রাজীব নন্দীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম।


অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন।


বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির ব্যাপারে উৎসাহিত করতে তার ৪টি কোর্সে ৮০% উপস্থিতির জন্য ২৫তম ব্যাচের ২৫ জন শিক্ষার্থীর মাঝে ৪০টি পুরষ্কার বিতরণ করেন। নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী জান্নাতুর নাদিয়া, মিরাজুল ইসলাম ও নবীন শিক্ষার্থী মিশকাতুন মমতাজ ফাইমা বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে সকল শিক্ষাবর্ষের পক্ষ থেকে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


মহসিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com