বিতর্ক এক প্রকার শিল্প: চবি উপাচার্য
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮
বিতর্ক এক প্রকার শিল্প: চবি উপাচার্য
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চিটাগং ইউনিভার্সিটি (চবি) স্কুল অব ডিবেট-এর (সিইউএসডি) ১৫তম থিমেটিক বিতর্ক কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বিতর্ক এক প্রকার শিল্প বলে মন্তব্য করেন।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একে খান (আইন) অনুষদের মিলনায়তনে কর্মশালাটি শুরু হয়।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরো বলেন, আমরা এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিকে গুরুত্ব দিচ্ছি। এসব অ্যাক্টিভিটির মধ্যে অন্যতম একটা হলো বিতর্ক। আবার বিতর্ক এক প্রকার শিল্প। সে হিসেবে বিতার্কিকরা একেকজন শিল্পী। বহির্বিশ্বের স্কুল শিক্ষার্থীরা উপস্থাপনায় যেরকম দক্ষ, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেরকম দক্ষ নয়। তবে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা উপস্থাপনায় দক্ষতা অর্জন করতে পারে।


এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রকিবা নবী, একই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক,


ড. মো. শহীদুল হক বলেন, বিতর্ক করলে শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং দক্ষতা ও জ্ঞানের পরিধি বাড়ে। কারণ এই দক্ষতাগুলো অর্জন করা ছাড়া ভালো বিতার্কিক হওয়া সম্ভব নয়।


এতে অংশ নিয়েছেন চবির প্রায় ৪০০ শিক্ষার্থী। যারিন তাসনীম মোরশেদ, মো. নাবিল সাদ ও তাহমিনা আফরোজের সঞ্চালনায় এতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আকলিমা খাতুন।


উল্লেখ্য, আগামী এক মাস বিতর্কের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ কর্মশালাটি চলবে।


বিবার্তা/মহসিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com