
বিরল জিবিএস রোগে আক্রান্ত হয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের ২০১৬-২০১৭ সেশনের মেধাবী শিক্ষার্থী মাজেদুর রহমান। রোভার স্কাউটের সাবেক এই লিডার বর্তমানে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
২১ ডিসেম্বর, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার জিবিএস রোগের চিকিৎসার ব্যয়বহুল খরচ নিয়ে পোস্টের ছড়াছড়ি হয়।
তার এই বিরল রোগ সারাতে নিউরো সায়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ মামুনুর রশিদ জানিয়েছেন, রোগীকে তার ওজন অনুযায়ী ভ্যাকসিন দিতে হবে। এই চিকিৎসার জন্য অন্তত দশ লাখ টাকা প্রয়োজন।
এ বিষয়ে মাজেদুরের বড় ভাই মেহেদী হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আজকে (শনিবার) টেস্টের মাধ্যমে আমরা নিশ্চিত হই মাজেদের জিবিএস সংক্রমণ হয়েছে। ডাক্তার জানান, এই চিকিৎসার খরচবাবদ দু-একদিনের মধ্যে আনুমানিক ১০-১২ লাখ টাকা লাগবে। আমার বাবা একজন শিক্ষক ছিলেন এবং পরিবারের নয় সদস্য। এর আগে, নভেম্বরে আমার এক বোন আইসিওতে ছিলেন। এ অবস্থায় ভাইয়ের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা কঠিন হয়ে পড়েছে।
কলেজের বিভাগীয় প্রধান কামরুন নাহার বলেন, মাজেদ আমাদের কলেজের সন্তান। যেহেতু এটি একটি ব্যয়বহুল বিষয়, তাই শিক্ষার্থীদের সহযোগিতায় আসলে ভালো হয়।
এছাড়াও অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল বলেন, আমি এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি, অবশ্যই আগামীকালকে এ বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনার পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিভাবান ছাত্র এবং তিতুমীর কলেজ স্কাউট দলের সক্রিয় সদস্য মাজেদুর রহমান তার সততা, নেতৃত্ব এবং সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণের জন্য তিনি সবার কাছে পরিচিত। তবে এই মুহূর্তে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের টাকার ব্যয়ভার গ্রহণ করা মাজেদুরের পরিবারের পক্ষে সম্ভব নয়।
এ অবস্থায় তার চিকিৎসার ব্যয়ভার গ্রহণে সকলকে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করা হলো। মানবতার পাশে থাকুন, জীবন বাঁচান।
সাহায্য পাঠাতে যোগাযোগের জন্য নাম্বার:
বিকাশ নাম্বার - 01866988747 (Personal Majid), নগদ (পার্সোনাল) 01768406843
রোগীর বড় ভাই ব্যাংক একাউন্ট A/c - 20503116700152700; MD MEHEDI HASAN (Majider brother), Islamic Bank Motijheel Branch.
বিবার্তা/মিম/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]