
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘টোটাল র্যাংকিংয়ে টিকে থাকার জন্য আমাদের প্রধান উপায় হচ্ছে পরস্পরকে সাহায্য করা। এটার জন্য আপনাকে আমার দরকার, আমাকে আপনার দরকার। আমাদের প্রাতিষ্ঠানিক যোগাযোগটা সবসময় থাকবে।’
১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভার্চুয়াল ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ‘গুণগত গবেষণা পদ্ধতি বিষয়ক’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিয়াজ আহমেদ আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা জরুরি। সেটা ব্যক্তিগত সম্পর্কে হোক, যৌথ গবেষণা বা সাহায্যের মাধ্যমেই হোক আমাদের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করা দরকার। অর্থাৎ আমাদের রিজিওনাল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক তৈরি করা জরুরি।’
এসময় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘কোয়ানটিটিভ রিসার্চ করতে এআই অনেক এগিয়ে গেছে। তাই কোয়ালিটেটিভ রিসার্চে হিউমেন ইনভলবমেন্ট বেশি জরুরি। হিউম্যান বিষয়বস্তুগুলো আইডেন্টিফাই করে সেগুলো যথাযথ বিশ্লেষণ করা জরুরি। সেজন্য আমাদের আজকের সেশনটি খুবই দরকারি।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘রিসার্চ করার ক্ষেত্রে আমরা কোয়ালিটেটিভ রিসার্চই বেশি করি। কোয়ালিটেটিভ রিসার্চের মাধ্যমে মানুষের চিন্তাভাবনা, মনোভাব, সমাজব্যবস্থা এবং সামাজিক বাস্তবতা এই বিষয়গুলো খুব সহজে বের করে আনা যায় কিন্তু কোয়ান্টিটিটিভ রিসার্চে মানুষ ডাটা কালেকশনে সাপোর্ট কম দেয়। বর্তমান সময়ে মিক্সড মেথডটা খুব জনপ্রিয়। কিন্তু আমাদের কোয়ালিটেটিভ রিসার্চের ডাটা কালেকশন এবং অ্যানালাইসিস এ গ্যাপ রয়েছে। আজকের সেশন করার পর আমরা আরও উদ্বুদ্ধ হবো।’
কর্মশালায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আগামী ৩০ থেকে ৮ তারিখ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখন থেকে শিক্ষক নিয়োগের পর ঐ শিক্ষক সরাসরি ক্লাসে জয়েন দিতে পারবেন না। আগে এক সপ্তাহব্যাপী টিচিং লার্নিং প্রশিক্ষণ করে তারপর ক্লাসে জয়েন করবেন। আজকের কোয়ালিটেটিভ রিসার্চের এই সেশনের সফলতা কামনা করছি এবং যারা অংশগ্রহণ করেছেন আশা করি সবাই ভালো কিছু শিখতে পারবেন।’
উপর্যুক্ত কর্মশালায় কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. খলিফা মো. হেলাল।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/প্রসেনজিত/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]