
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আব্দুল কাইয়ুমের স্মরণে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লোক প্রশাসন বিভাগকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ। এছাড়া টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ১০ টায় প্রত্নতত্ত্ব বিভাগকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
ফাইনাল ম্যাচ শেষে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শান্ত সরকার, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন একই বিভাগের মেহরাজ আলভি এবং সেরা গোলরক্ষক হয়েছেন একই বিভাগের মাজহারুল ইসলাম। ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের তাসনিমুর রহমান তানিম।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক ড. মুহম্মদ সোহরাব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, টুর্নামেন্টে অনেক মারামারি এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে তোমরা এখন সব ভুলে যাও। ফাইনালে দুই দল অসাধারণ খেলেছে। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন। এরকম আয়োজন আরও হোক।
টুর্নামেন্টের আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, টুর্নামেন্টের শুরুতে কয়েকটি ঘটনার কারণে মনে হয়েছিলো টুর্নামেন্ট শেষ করা সম্ভব হবে না। তবে আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। এজন্য সকল খেলোয়াড় এবং শিক্ষকদের ধন্যবাদ। সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ প্রশাসন অনেক সমর্থন করেছে আমাদের। আমাদের এই টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের সেরা টুর্নামেন্টগুলোর একটি। এরকম আয়োজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আরও হবে।
বিবার্তা/প্রসেনজিত/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]