ইবি ছাত্রদলের ভিসি বরাবর ১০ দফা দাবি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৯
ইবি ছাত্রদলের ভিসি বরাবর ১০ দফা দাবি
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পলাতক শেখ হাসিনার পরিবারের সদস্যদের নাম সম্বলিত স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।


বুধবার (১৮ ডিসেম্বর) এ দবি সহ ১০ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।


স্মারকলিপি প্রদানকালে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দশ দফা দাবির অন্যতম দাবিগুলো হলো, আওয়ামী প্রশাসন কর্তৃক বর্ধিত তিন গুণ ফি মওকুফ করা, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা, খালেদা জিয়া হল থেকে মুজিব কর্নারের নাম পরিবর্তন করা, নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার ও পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন নিশ্চিত করা, ক্যাম্পাসে আওয়ামী দুঃশাসন প্রতিষ্ঠাকারী ও গণহত্যাকারীদের পক্ষে মিছিলকারীদের বিচারের আওতায় আনা ও ক্যাম্পাস সম্পূর্ণরূপে ভিক্ষুকমুক্ত করা।


এবিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছি। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা কাজ করে যাবো।


বিবার্তা/জায়িম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com