জাতীয় বিশ্ববিদ্যালয়ে 'মাস্টার্স প্রফেশনাল' ভর্তি আবেদনের সময়বৃদ্ধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ে 'মাস্টার্স প্রফেশনাল' ভর্তি আবেদনের সময়বৃদ্ধি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি ১ম পর্ব (২০২৪-২৫), পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৪-২৫), পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২৪-২৫), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৩-২৪) ও এমবিএ ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজী (২০২৩-২৪) কোর্সসমূহে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।


১৭ ডিসেম্বর, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ০১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে শুরু হবে।


এছাড়া অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ ০২ জানুয়ারি ২০২৫। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফি'র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (আবেদনকারী প্রতি ২০০/- টাকা হারে) সংশ্লিষ্ট খাতে যেকোনো সোনালি ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ ০৫ জানুয়ারি ২০২৫ থেকে ০৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com