চবিতে শিক্ষার্থীদের উপর হামলায় ছাত্রদলের নিন্দা-প্রতিবাদ
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:২৬
চবিতে শিক্ষার্থীদের উপর হামলায় ছাত্রদলের নিন্দা-প্রতিবাদ
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মধ্যরাতে দুই শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চবি শাখা ছাত্রদল। এতে হামলায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।


১৩ ডিসেম্বর, শুক্রবার বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানায় দলটি।


শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন এবং সাধারণ সম্পাদক আব্দুল আল নোমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর সংলগ্ন সড়কে দুজন শিক্ষার্থীর উপর গুপ্ত হামলার ঘটনায় চবি ছাত্রদল নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানায়। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের ব্যর্থতা রয়েছে।


চবি ছাত্রদলের বিবৃতিতে আরও বলা হয়, জুলাই বিপ্লবোত্তর সময়ে ক্যাম্পাসে বেশকিছু গুপ্ত হামলার ঘটনা ঘটেছে। পরিকল্পিতভাবে পাহাড়ে তুলে নিয়ে মারধর ও ক্যাম্পাসে ভীতির পরিবেশ সৃষ্টি করছে একটি গোষ্ঠী। এসব নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। অতীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, ছাত্রলীগ বিদায়ের পর নতুন সন্ত্রাসী রূপে কারা আবির্ভূত হয়েছে শিক্ষার্থীরা জানতে চায়।


চবি প্রশাসনের প্রতি শাখা ছাত্রদলের উদাত্ত আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ এলাকায় লাইট, সিসি টিভি স্থাপন, টহল বাড়ানোর পাশাপাশি এসব গুপ্ত হামলায় যারা জড়িত তাদের চিহ্নিত করে শান্তির আওতায় আনতে হবে। এইসব গুপ্ত হামলা বন্ধের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয় ভূমিকা রেখে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে বিবৃতিতে জানানো হয়।


বিবার্তা/মহসিন/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com