একযুগ পর মূল ক্যাম্পাসে ফিরছে চবির চারুকলা অনুষদ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ২০:০৮
একযুগ পর মূল ক্যাম্পাসে ফিরছে চবির চারুকলা অনুষদ
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ একযুগ পর চট্টগ্রামের (চবি) চারুকলা অনুষদকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩১ মার্চের মধ্যেই অনুষদটিকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড.মোহাম্মদ শামীম উদ্দিন খান।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের চারুকলাকে মূল ক্যম্পাসে ফিরিয়ে আনার আন্দোলনের সময় এ আশ্বাস দেয়া হয়।


এ দিন দুপুর ১২টায় শিক্ষার্থীরা চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে এবং নানা স্লোগান দিতে থাকে।


এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে উপস্থিত হয়। তখন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড.মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আমরা চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে নিয়ে আসার জন্য ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৩১ মার্চের মধ্যে অন্যান্য বিভাগগুলোকে যখন নতুল কলা অনুষদ ভবনে স্থানান্তরিত করব, তখন এখানে (পুরাতন কলা অনুষদ ভবন) যে জায়গা হবে সেখানে আমরা চারুকলাকে প্রতিস্থাপিত করব।


এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের ৩১ মার্চ পর্যন্ত সময় দাও। এরমধ্যেই আমরা প্রশাসনিক যাবতীয় ম্যাকানিজম সম্পন্ন করার সম্পূর্ণ চেষ্টা করব। হয়তো তার আগেও হয়ে যেতে পারে। আমি আশা করছি তোমরা আগামী ১ এপ্রিল থেকে মূল ক্যাম্পাসে ক্লাস করতে পারবে।


এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন ও প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, এর আগে ২০১২ সালে চারুকলা ইনস্টিটিউটকে নগরে স্থানান্তর করা হয়। এরপর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সময় চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করেন।


বিবার্তা/মহসিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com