
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সীমিত হলেও গত তিন মাসে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করার জন্য একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, শ্রেণিকক্ষে পাঠদান ও এক্সট্রা কারিকুলাম কার্যক্রমের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের কাজ চলছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নতুন উদ্ভাবন ও উন্নতির পথে এগিয়ে চলা হচ্ছে।
আজ (১২ ডিসেম্বর) সকাল ১১টায় একাডেমিক ভবন-২-এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ‘এনভায়রমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অব ডেভেলপমেন্ট প্রজেক্টস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বেরোবির দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টার।
সেমিনারে সভাপতিত্ব করেন সেন্টারের পরিচালক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. এমদাদুল হক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান।
মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. এসএম জোবাইদুল কবির সেমিনারে ‘এনভায়রমেন্টাল ইমপ্যাক্ট’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া, চীনের জেনজিং বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টোরাল গবেষক মোঃ জালাল উদ্দিন ‘অ্যাপ্লিকেশন অব মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং ইন ক্লাইমেট সাইন্স এন্ড ডিজাস্টার’ শীর্ষক দ্বিতীয় প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, এবং সেন্টারের উপ-পরিচালক মো. মাসুদার রহমান সেমিনারটি সঞ্চালনা করেন।
বিবার্তা/সোলাইমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]