
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাকেশ দাসকে সন্দেহভাজন হিসেবে ‘জিজ্ঞাসাবাদের’ জন্য তুলে নিয়ে গিয়েছে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
১২ ডিসেম্বর, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রধান গেইট সংলগ্ন মামা হোটেলের সামনে থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় তাকে।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার সদর দক্ষিণ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন গত ১১ জুলাই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, সাবেক প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকীসহ ৩৬ জন এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জন উল্লেখ করে মামলা করেছিল। সেই মামলার এজাহারর ১৪ নম্বর আসামি হিসেবে রাকেশ দাসের নাম উল্লেখ করা হয়।
তবে মামলাটি গত ১লা অক্টোবর প্রত্যাহার করে নেয়া হয়েছে। এই মামলা প্রত্যাহার সংক্রান্ত হলফনামা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এছাড়া রাকেশ দাস গত ৫ আগস্টের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-ইলাহীর গ্রুপের রাজনীতির সাথে জড়িত ছিল।
এ ব্যাপারে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, ‘আমরা তাকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মামলা প্রত্যাহারের পরেও তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘তার নামে একটি মামলা ছিল, এছাড়া আগে ছাত্রলীগ করতো। সব মিলিয়ে আমরা সন্দেহভাজন হিসেবে তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি।’
বিবার্তা/প্রসেনজিত/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]