মাদক ও র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার আশ্বাস: শেকৃবি উপাচার্য
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭
মাদক ও র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার আশ্বাস: শেকৃবি উপাচার্য
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের ৮৩তম ব্যাচের ভর্তিকৃত শিক্ষার্থীদের অভিভাবকের সাথে মতবিনিময় সভায় সকল শিক্ষার্থীর জন্য শতভাগ আবাসিক হলে সিটের ব্যবস্থা, গণরুম বাতিল, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, তথাকথিত র‍্যাগিং মুক্ত, সেশনজট মুক্ত ক্যাম্পাস ও লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।


১১ ডিসেম্বর, বুধবার বেলা ১১ টায় টিএসসিতে ২০২৩-২৪ সেশনে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের অভিভাবকের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে শেকৃবির ছাত্র পরামর্শক অধ্যাপক ড. মো. আশাবুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড.মো.বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার, অধ্যাপক জাকির হোসেন, প্রক্টর, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ডিন, কৃষি অনুষদের ডিন, এএসভিএম অনুষদের ডিন, এফএএমএস অনুষদের ডিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ।


অভিভাবকদের মধ্যে থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্জুমান আরা বলেন, অভিভাবকদের সাথে মতবিনিময় সভা এটা ইউনিক অনুষ্ঠান। রাজনীতি মুক্ত ক্যাম্পাস গড়ে তোলা, পড়ালেখার মান উন্নতি, হলে র‌্যাগিং না হওয়া ও খাবারের মান উন্নত করার জন্য অনুরোধ রইলো।


অভিভাবক অ্যাডভোকেট মাকসুদ হাসান বলেন, মেয়ে শিক্ষার্থীদের জন্য হলের গেইট বন্ধের বিষয়ে রাত ৮ টার মধ্যেই বন্ধ করা উচিত। স্বাধীনতা ভালো কিন্তু বেশি স্বাধীনতা ভালো নাহ।


চট্টগ্রাম থেকে আসা এক অভিভাবক গর্বের সাথে বলেন, আমি নিজেই মেট্রিক পাস করি নাই। আজকে মেয়ের ভর্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসত পেরে অনেক ভাল লাগছে।


এছাড়াও অনেক অভিভাবক আবাসন, খাওয়ার মান ভালো, পড়ালেখায় সেশনজট না থাকা, অনুশীলন মূলক পড়ালেখায় আগ্রহী করা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।


অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড.মো.বেলাল হোসেন বলেন, তিনটি বিজ্ঞান কখনো মানুষকে অভাবে রাখে না। কৃষি বিজ্ঞান, মেডিকেল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। বর্তমান প্রশাসন অলরেডি সেশনজট কমানোর সকল উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও হলগুলোতে ক্যান্টিন ডাইনিং এ খাবারের মান উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন প্রশিক্ষণমূলক প্রোগ্রাম চলতেছে।


এছাড়াও উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মান উন্নয়নে হলের রিডিং রুমগুলোতে হাই স্পিড নেটওয়ার্ক সংযোগ করা হয়েছে। ফলে প্রযুক্তির সহযোগিতার পড়ালেখায় নতুনত্ব সৃষ্টি হবে। মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে কমিটি গঠন করা হবে।


বিবার্তা/ফাহিম/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com