চবিতে কন্টেন্ট মেকিং ও কমিউনিকেশন সেশন অনুষ্ঠিত
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:২২
চবিতে কন্টেন্ট মেকিং ও কমিউনিকেশন সেশন অনুষ্ঠিত
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে "কন্টেন্ট মেকিং ও কমিউনিকেশন" শীর্ষক এক্সপার্ট সেশন অনুষ্ঠিত হয়েছে। সেশন পরিচালনা করেন ইউএনডিপি'র কমিউনিকেশন কনসালটেন্ট আর.কে. সোহান।


বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স অনুষদের মিলনায়তনে তা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।


ক্লাবের কার্যকরী সদস্য সাজিয়া রহমানের সঞ্চালনায় সাধারণ সম্পাদক আনিকা নাওয়ার জাহানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেশনটি শুরু হয়।


সেশন পরিচালনায় আর. কে. সোহান তার কাজের ধরন ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তরের মাধ্যমে সেমিনার এগিয়ে নিয়ে যান। তিনি বলেন, কন্টেন্ট মেকিং এ ফার্স্ট ৩ সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই ৩ সেকেন্ডে অডিয়েন্স ক্যাচ করতে পারো তবে তারা পুরো ১ মিনিটের ভিডিও দেখতে বাধ্য। সুন্দর একটি কন্টেন্টের জন্য তিনি ৫টি পয়েন্ট অনুসরণ করতে বলেন। সেগুলো হলো, শ্রোতাদের আইডিয়া দেয়া, উল্টো পিরামিড ফর্মূলা অনুসরণ করা, কোনো একটা স্টোরির প্রথমেই শুট না করে স্টোরি, লোকেশন, স্টোরির সাথে সম্পৃক্ত মানুষ সব বুঝে তথ্য নিয়ে শুট করা, গল্পে ফোকাস করা এবং কন্টেন্টটি নিয়ে রিসার্চ করা। তিনি কন্টেন্টের এংগেজিং , কপি রাইটিং এলগরিদম মেইনটেইনিং এবং কমিউনিকেশন নিয়ে আলোচনা করেন।


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের মডারেটর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আফজালুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার এবং ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি শাফায়েত হোসেন তুষার।
বিশেষ অতিথির বক্তব্যে প্রদান করেন ক্লাবের মডারেটর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আফজালুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। আজকের এই আয়োজন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী ক্যারিয়ার সম্পর্কে ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে সহায়ক কার্যক্রমে সহযোগিতা করতে প্রস্তুত। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


ক্লাবের সাবেক সভাপতি শাফায়েত হোসেন তুষার ক্লাবের অতীত সাফল্য এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার ক্যারিয়ার উন্নয়নে গণমাধ্যম এবং যোগাযোগ দক্ষতার ভূমিকা তুলে ধরেন।


সমাপনী বক্তব্যে রাখেন ক্লাবের সভাপতি শাফায়েত জামিল নওশান। এতে তিনি ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা তুলে ধরেন।


অনুষ্ঠান শেষে "Reform CU: Rethink, Redesign & Recreate" প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং মূল বক্তা আর. কে. সোহানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


উল্লেখ্য, আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রথাগত ক্যারিয়ারের গণ্ডি থেকে বেরিয়ে আসতে অনুপ্রাণিত করা এবং আধুনিক যুগে উদীয়মান ও ভিন্নধর্মী পেশার সম্ভাবনা তুলে ধরা।


বিবার্তা/মহসিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com