
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি কমাতে শাটল ট্রেনের পাশাপাশি চালু হয়েছে বাসের ই-টিকেটিং পদ্ধতিতে 'দ্রুতযান স্পেশাল সার্ভিস'। এ সার্ভিসে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরে মাত্র ৩০ টাকায় যাতায়াত করতে পারবে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ সেবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি হাজী রকিবুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বাস মালিক সমিতির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
সকাল ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এই সেবা চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইডি কার্ড প্রদর্শন করে মুরাদপুর পর্যন্ত ২৫ টাকা ও নিউমার্কেট পর্যন্ত ৩০ টাকা ভাড়া দিয়ে এই সেবা নিতে পারবে। সাধারণ যাত্রীদের ক্ষেত্রে ৪০ টাকা ভাড়া লাগবে। প্রতিটি বাস প্রতি ২০ মিনিট অন্তর ছেড়ে যাবে, যা শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ এবং দ্রুত করবে। বাস সেবাটি সম্পূর্ণ ই-টিকিটিং পদ্ধতিতে পরিচালিত হবে। শিক্ষার্থীরা জিরো পয়েন্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গন্তব্যে যেতে পারবে। শহরের কাউন্টার থেকে আর টিকিট সংগ্রহের প্রয়োজন হবে না।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, দ্রুততম সার্ভিস চালুর ফলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। শিগগিরই আমরা জোবাইক ও ইকার চালুর পরিকল্পনা করছি। শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন বলেন, শহর থেকে ক্যাম্পাস দূরে হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে নানা সমস্যা ছিল। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব সমস্যা সমাধানে কাজ করেছি। এরই ফলস্বরূপ আজকের দ্রুতযান বাস সার্ভিস চালু হওয়া । আশা করি, এই সেবা শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে।
বাস সার্ভিস চালুতে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সাফওয়ান নামে এক শিক্ষার্থী বলেন, বাস সার্ভিস পেয়ে আমরা আনন্দিত। আশা করছি, আমাদের যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে।
বাস চলাচলের রুটসমূহ: চবি জিরো পয়েন্ট-১নং গেট রাস্তার মাথা - অক্সিজেন- মুরাদপুর-২ নং গেট - ওয়াসা- কাজীর দেওড়ী- নিউমার্কেট।
অন্যদিকে, নিউ মার্কেট - পুরাতন স্টেশন -টাইগারপাস - লালখান বাজার- জি ই সি - ২ নং গেট- বায়েজিদ বোস্তামী-অক্সিজেন -১ নং গেট- চবি এবং মুরাদপুর থেকেও এই রুট দিয়ে ভিন্ন বাস ছেড়ে আসবে।
উল্লেখ্য, চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির ব্যবস্থাপনায় চলবে এ সার্ভিস।
বিবার্তা/মহসিন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]