শেকৃবিতে আইকিউএসি’র কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২১:১৪
শেকৃবিতে আইকিউএসি’র কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘স্টেকহোল্ডারস কনসাল্টেশন ওয়ার্কশপ অন প্লানিং ফর অ্যানুয়াল অ্যাক্টিভিটিজ অফ আইকিউএসি ফর দ্যা ইয়ার ২০২৪-২৫’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।


১০ ডিসেম্বর, মঙ্গলবার আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।


আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলীর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে দুপুর ১.৩০টায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। এ ছাড়াও কর্মশালাটিতে বিভিন্ন বিভাগের পরিচালক, হল প্রভোস্ট ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, আগে জুন মাসে তড়িঘড়ি করে বিভিন্ন ট্রেনিং ও ওয়ার্কশপ আয়োজন করা হতো। এটা খুব একটা ফলপ্রসূ হয় না। আমরা এরকম নামমাত্র কোনো ট্রেনিং আয়োজন করব না। সময় নিয়ে করব যাতে এসব আয়োজন ফলপ্রসূ হয়।


তিনি বলেন, এছাড়াও আমরা পরীক্ষার মার্ক জমা প্রদানের জন্য অ্যাপ ডেভেলপ করতে যাচ্ছি। এর ফলে মার্ক জমা করার কাজ দ্রুত ও সহজতর হবে। কোন শিক্ষক মার্ক দেরিতে জমা দিলে সেটাও অন্যদের সামনে প্রদর্শিত হবে। আমরা এমএস ও পিইচডি’র শিক্ষার্থীদের জন্য রিসার্চ স্ট্যাটিস্টিকস বিষয়ক ট্রেইনিং আয়োজন করব। যাতে তারা নিজেদের ডাটা নিজেরা অ্যানালাইসিস করতে পারে।


বিবার্তা/ফাহিম/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com