
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
মুখ্য আলোচক হিসেবে ছিলেন মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসাইন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর পরিচালক মহাপরিচালক ড. এম. আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, তোমাদের সবচেয়ে পবিত্র স্থান হলো শ্রেণিকক্ষ এবং সবচেয়ে ভালো বন্ধু হলো শিক্ষক। তোমাদের সম্পর্ক থাকবে লাইব্রেরি, শ্রেণিকক্ষ এবং বইয়ের সাথে। সবসময় ভালো কাজে এগিয়ে যাবে। কোনো ধরনের অন্যায় ও খারাপ কাজের সাথে মিলিত হবে না। তোমরাই হবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি।
মুখ্য আলোচক অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, ইসলামের সোনালী যুগে জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় মুসলিম বিজ্ঞানীরা উন্নতি করতে পেরেছিলেন এজন্য যে, কোরআন বিজ্ঞান ও গবেষণার কথা বলেছে, পৃথিবী ও সৃষ্টিজগৎ নিয়ে ভাবতে বলেছে। নতুন বাংলাদেশ গড়তে তোমাদের নিজেদের ভিতরেই পরিবর্তন আসতে হবে। তোমাদেরকে আলোকিত ও দুর্নীতিমুক্ত মানুষ হতে হবে।
এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জায়িম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]