
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, উচ্চশিক্ষায় গুণগত মান উন্নত করতে গবেষণাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, যদি শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের সঙ্গে সংগতিপূর্ণ করা যায়, তবে অদূর ভবিষ্যতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাংকিংয়ে ভালো অবস্থান অর্জন করতে সক্ষম হবে।
১০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ‘ফিউচার এন্ড প্রসপেক্ট অব বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান।
তিনি উল্লেখ করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শিক্ষা ক্ষেত্রে এক আলোকবর্তিকা হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম কার্যক্রমেও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০% বিভাগ যদি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সনদপ্রাপ্ত হয়, তাহলে সেটি একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের আলামত হিসেবে গণ্য হবে। এই অর্জন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সুদূরপ্রসারী পরিকল্পনা ও প্রচেষ্টা প্রয়োজন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। এ ছাড়া সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকমণ্ডলী কর্মশালায় অংশগ্রহণ করেন।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ।
বিবার্তা/সোলাইমান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]