
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী চলা এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান ও এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ।
প্রধান অতিথি উপাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। আমি বিশ্বাস করি, তোমরা আজকের এই সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে সাংবাদিকতার বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করবে। ভবিষ্যতে তোমরা দক্ষ ও সফল সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
মুখ্য আলোচক তুষার আব্দুল্লাহ বলেন, সাংবাদিকতায় আগ্রহী যারা, তাদের অবশ্যই সৎ থাকতে হবে। তিনি উল্লেখ করেন, একজন সাংবাদিকের রাজনৈতিক মতাদর্শ থাকা স্বাভাবিক, তবে সেই মতাদর্শ যেন কখনোই পেশাগত দায়িত্বে প্রভাব ফেলতে না পারে। তিনি আরো বলেন, সাংবাদিকতায় কেবল তারাই সফল হতে পারে যারা পরিশ্রমী, দায়িত্বশীল এবং লোভমুক্ত। এই পেশার মূল ভিত্তি হল সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতা। সাংবাদিকতার আদর্শ মেনে চলার মাধ্যমেই একজন সাংবাদিক প্রকৃত অর্থে সমাজে পরিবর্তন আনতে সক্ষম হন।
তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শ্রিপ্রা রাণী মন্ডল বলেন, আমরা যে কাজই করি না কেন, প্রতিটি কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানবকল্যাণ। সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, সাংবাদিকতা করতে হলে অবশ্যই সৎ ও নিরপেক্ষ হতে হবে। সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে অধ্যক্ষ বলেন, তোমরা ভবিষ্যতে বড় সাংবাদিক হয়ে উঠবে এবং কলেজের নাম উজ্জ্বল করবে।
কর্মশালার প্রশিক্ষক ছিলেন এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আজহারুজ্জামান, কালবেলা অনলাইনের সম্পাদক পলাশ মাহমুদ, চ্যানেল নাইন এর সিনিয়র রিপোর্টার ও উপস্থাপক আবিদ আজম, একাত্তর টেলিভিশনের সংবাদ উপস্থাপক কানিজ লাবনী, প্রথম আলোর ডেপুটি হেড অব ফটোগ্রাফি সাজিদ হোসেন।
সংগঠনের সভাপতি সাহেদুজ্জামান সাকিবের সভাপতিত্বে অর্থ সম্পাদক মিয়া আমিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতায় পথচলা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
দিনব্যাপী এই সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক ফয়েজ রেজা, সাবেক সহসভাপতি আহমেদ ফেরদৌস খান ও সাবেক সভাপতি তাওসিফ মাইমুন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]