স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের মানববন্ধন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০
স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের মানববন্ধন
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি কার্যক্রম চালু করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।


সোমবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সামনে এ মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে ইবি গুচ্ছ থেকে বের না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।


পরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।


স্মারকলিপিতে বলা হয়, ভর্তিচ্ছুদের ভোগান্তি লাঘবের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় বিগত ৪ বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যথাসময়ে ভর্তি কার্যক্রম শেষ করে একাডেমিক কার্যক্রম শুরু না হওয়াসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতির সীমাবদ্ধতাগুলো অদ্যাবধি নিরসন হয়নি। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখতে, সেশনজটমুক্ত উচ্চশিক্ষা নিশ্চিতকরণ ও স্বাতন্ত্র বজায় রাখতে স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়ায় ২০২৪-২৫ সালের ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য জোর দাবি জানাচ্ছি।


মানববন্ধনে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, গুচ্ছ পদ্ধতি পরীক্ষামূলক চালু করা হলেও এই পদ্ধতি শিক্ষার্থীদের আশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়ার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।


স্মারকলিপি প্রদানকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, গুচ্ছ একটি কেন্দ্রীয় সিদ্ধান্ত। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যারা অংশগ্রহণ করেছে সবাই গুচ্ছে থাকতে সম্মত হয়েছে। তবে আমরা এই দাবিকে সম্মান করি। আমি এ দাবিগুলো কেন্দ্রে পাঠাব। শিক্ষার্থীদের দাবি তাদের সামনে তুলে ধরব।


বিবার্তা/জায়িম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com