ডিপার্টমেন্টের শিক্ষক বা কর্মকর্তার মাধ্যমে কোন শিক্ষার্থীর সনদে নাম বা অন্য কোন ভুল হলে এটা সংশোধনের ব্যয়ভার তাদেরকেই বহন করতে হবে বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটোয়ারী।
"সনদে ডিপার্টমেন্ট কর্তৃক ভুল হলে শিক্ষার্থীদের থেকে সংশোধন ফি নেওয়া যৌক্তিক হবে কি না" সাংবাদিকের করা এ প্রশ্নের জবাব ড. এনায়েত উল্যা পাটোয়ারী বলেন, ডিপার্টমেন্টের শিক্ষক বা কর্মকর্তা মাধ্যমে কোন শিক্ষার্থীর সনদে নাম বা অন্য কোন ভুল হলে এটা সংশোধনের জন্য শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেয়া উচিৎ নয়। এটা বিভাগের থেকে বহন করা হবে। আমরা সেই সিস্টেম চালু করবো।
"রাজনৈতিক সংশ্লিষ্ট থাকলে কোন শিক্ষার্থীর পরীক্ষা থেকে বিরত রাখার কোন নিয়ম বিশ্ববিদ্যালয়ে আছে কি না" সাংবাদিকের এমন প্রশ্নের জবাব তিনি বলেন, কোন শিক্ষার্থীর রাজনৈতিক সংশ্লিষ্ট থাকলে অন্য কোন শিক্ষার্থী দ্বারা তাকে পরীক্ষা থেকে বাধা দেওয়াকে আমরা নিরুৎসাহি করি। যদি কারো বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট অভিযোগ করতে হবে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
মতবিনিময় সভায় পরীক্ষা নিয়ন্ত্রক জানান, শিক্ষার্থীদের সনদ সংগ্রহের বিড়ম্বনা কমাতে অটোমেশন ইমেইল সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী রোববার (৮ ডিসেম্বর) এ পদ্ধতির উদ্বোধন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীর সনদের প্রয়োজনীয় সংশোধন ও সংগ্রহের তারিখ জানানো হবে।
বিবার্তা/মহসিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]