বাংলাদেশের ইয়ুথ জার্নালিস্ট ফোরাম (ওয়াইজেএফবি) এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৪-২৫ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গাজী আজম হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নিউজ সারাক্ষণ এর প্রতিনিধি সাকিব সরকার।
বুধবার (৪ ডিসেম্বর) ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সহসভাপতি: মো. হেলাল মিয়া
যুগ্ম সাধারণ সম্পাদক: আল হুমাইরা জান্নাতি ঐশি
কোষাধ্যক্ষ: মো. সোলাইমান
সাংগঠনিক সম্পাদক: খাদেমুল সরদার
প্রচার ও প্রকাশনা সম্পাদক: কামরুল ইসলাম কব্য
প্রশিক্ষণ ও দপ্তর সম্পাদক: রিফাত ইসলাম
সমাজকল্যাণ সম্পাদক: মিনহাজুর রহমান মেহেদী
তথ্য ও গবেষণা সম্পাদক: সাইফুল্লাহ মাসুম
কার্যনির্বাহী সদস্য: মুনিরা আঞ্জুম রুমালী, আনিকা তাসকিন, সোহানুর রহমান
ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক সংবাদপত্র, বার্তা সংস্থা এবং দেশি-বিদেশি সংবাদমাধ্যমের তরুণ রিপোর্টার ও সাব-এডিটরদের নিয়ে একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে কাজ করে আসছে।
বিবার্তা/সোলাইমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]