
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-তে শুরু হয়েছে শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪। প্রত্নতত্ত্ব বিভাগ বনাম কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ আব্দুল কাইয়ুমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উক্ত ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল‚ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এসময় উপাচার্য ড. হায়দার আলী বলেন‚ ‘আব্দুল কাইয়ুমের নামে এই আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট করায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে জুলাই বিপ্লবকে স্মরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশাকরি শিক্ষার্থীরা ধৈর্য এবং শৃঙ্খলার সাথে খেলাধুলা করবে। আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। খেলায় হার-জিত থাকবে এটা নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।’
অনুষ্ঠানের ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন‚ ‘এই টুর্নামেন্ট সুন্দরভাবে আয়োজন করায় শারীরিক শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। সকল বিভাগ ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। গতবার নক আউট সিস্টেমে খেলা হলেও এবার গ্রুপ পর্ব সিস্টেমে খেলা দিয়েছি যেনো কারো কোন আফসোস থাকবে না। ম্যাচগুলো সুন্দরভাবে শেষ হলে একটা উপভোগ্য টুর্নামেন্ট পাব আমরা।’
উদ্বোধনী ম্যাচে সিএসই বিভাগকে ৩-২ ব্যাবধানে হারিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। পরবর্তীতে আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে নৃবিজ্ঞান বিভাগকে ৩-০ গোলে হারিয়েছে লোক প্রশাসন বিভাগ এবং দিনের তৃতীয় এবং সর্বশেষ বাংলা বিভাগ বনাম অর্থনীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
১৯ টি বিভাগ চারটি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে পরস্পরের মুকাবিলা করবে। শেষে নকআউট এবং সেমিফাইনাল বাঁধা পেরিয়ে ৮ই ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের।
বিবার্তা/প্রসেনজিত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]