শিক্ষা
কুবিতে সনাতনীদের অস্থায়ী প্রার্থনা কক্ষ উদ্বোধন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ২৩:৩১
কুবিতে সনাতনীদের অস্থায়ী প্রার্থনা কক্ষ উদ্বোধন
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘ ১৮ বছর পর বরাদ্দ পাওয়া প্রার্থনা কক্ষ (অস্থায়ী) এর শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়টির সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামালের উপস্থিতিতে এই উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।


উদ্বোধন কার্যক্রমের শুরুতেই তারা পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা ও কীর্তন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশেপাশের এলাকার কিছু নিম্ন আয় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরিশেষে পূজার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ আয়োজনের শেষ হয়।


এ নিয়ে একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী রুবেল বৈরাগী জানান, ‘দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার পর আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাণের ক্যাম্পাসে অস্থায়ী প্রার্থনা কক্ষের শুভ উদ্বোধনের মাধ্যমে আমাদের কিছু প্রত্যাশা পূর্ণ হয়েছে। তবে এই অস্থায়ী প্রার্থনা কক্ষকে স্থায়ী রূপ দেওয়া এবং নতুন ক্যাম্পাসে একটি স্থায়ী মন্দির নির্মাণের মাধ্যমে আমাদের আকাঙ্ক্ষার পূর্ণরূপ পাবে বলে আশা করি। এজন্য আমরা সনাতনী শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতেও এভাবে আমাদের পাশে পাব বলে প্রত্যাশা রাখছি।


এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘এখানে ধর্মচর্চার প্রতি তাদের ভক্তিশ্রদ্ধা দেখে খুবই ভালো লেগেছে। আমি চাই, আমার শিক্ষার্থীরা-সে যেই ধর্মেরই হোক না কেন, ধর্মকর্ম করার মাধ্যমে সমাজে ভাল মানুষ হয়ে উঠবে। আর আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য ধন্যবাদ।’


উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. হাসান শাহরিয়ার।


উল্লেখ্য, এর আগে গত ২১ অক্টোবর ক্যাফেটেরিয়ার ২য় তলার ১০ নাম্বার কক্ষটি সনাতন ধর্মাবলম্বীদের অস্থায়ী প্রার্থনাকক্ষ হিসেবে ব্যবহারের অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিবার্তা/প্রসেনজিত/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com