শিক্ষা
কুবিতে
আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু ১৩ নভেম্বর
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৭:৩৯
আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু ১৩ নভেম্বর
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ড্র অনুষ্ঠিত হয়েছে। খেলা শুরু হবে আগামী ১৩ নভেম্বর থেকে।


৩ নভেম্বর, রবিবার বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০২ নম্বর রুমে ড্র অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভাগকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। এতে 'এ' গ্রুপে রয়েছে- ইংরেজি, লোক প্রশাসন, আইসিটি, আইন এবং নৃবিজ্ঞান বিভাগ। 'বি' গ্রুপে রয়েছে- প্রত্নতত্ত্ব, গণিত, ফার্মেসি, সিএসই এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ। 'সি গ্রুপে রয়েছে- অর্থনীতি, আইসিটি, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, বাংলা এবং মার্কেটিং বিভাগ। 'ডি গ্রুপে রয়েছে-গণযোগাযোগ ও সাংবাদিক, পরিসংখ্যান, রসায়ন এবং পদার্থবিজ্ঞান বিভাগ।


বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটি আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর থেকেই শিক্ষার্থীদের টুর্নামেন্টের সাথে যুক্ত করার চেষ্টা করেছি৷ আমাদের টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ১৩ নভেম্বর। আমরা জার্সির ব্যাপারে বিভিন্ন স্পন্সরশিপ সংগ্রহের চেষ্টা করছি। ইনশাআল্লাহ যদি এটার ব্যবস্থা হয় তাহলে সব বিভাগের জন্যই ভালো হবে।


বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কার্যালগের উপ-পরিচালক মনিরুল আলম বলেন, আজকে খুব সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে ড্র অনুষ্ঠিত হয়েছে। সকল বিভাগের প্রতিনিধি উপস্থিত থাকায় ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি একটি উৎসবমুখর টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।


এসময় ড্র অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, আইন বিভাগের প্রভাষক অধ্যাপক সৌরভ হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।


বিবার্তা/প্রসেনজিত/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com