
দীর্ঘ পয়ত্রিশ বছর পর গত (২৯ অক্টোবর) প্রকাশ্যে আসার পর এবার ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইসলামি ছাত্রশিবির। ক্যাম্পাস সংস্কারের জন্য একচল্লিশ দফা দাবি পেশ করেছে তারা।
৩ অক্টোবর, রবিবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি পেশ করেন তারা।
সংবাদ সম্মেলনে যৌথভাবে লিখিত বক্তব্য পেশ করেন শাখা ছাত্র শিবিরের সভাপতি হারুনার রশিদ ও সেক্রটারি মুহিবুর রহমান।
সংবাদ সম্মেলনে তারা নারী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান। সেই সাথে ছাত্রী হলগুলোর নিরাপত্তা জোরদার ও ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবস্থিত রুম গুলোর যানবাহনের শব্দের প্রভাব লাঘব করতে কক্ষগুলো সাউন্ডপ্রুফ করার ও দাবি জানান।
এসময় তারা ছাত্রী হলগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তাদের অবশ্যই ছাত্রীদের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ আচরণ প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থী-বান্ধব পরিবেশ নিশ্চিত আহ্বান জানান।
লিখিত বক্তব্যে তারা পোশাকের কারণে কোনো শিক্ষার্থী যেন শ্রেণিকক্ষে ও ক্যাম্পাসে শিক্ষক, সহপাঠী বা অন্যদের দ্বারা বুলিং বা বডি শেমিংয়ের শিকার না হন এজন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান।
পাশাপাশি নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যৌন নির্যাতন বিরোধী সেলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে অবিলম্বে এই সেলের নতুন কমিটি গঠন করা ও নিয়মানুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযোগগুলোর সুরাহা করার ও দাবি জানান।
এছাড়াও তারা আহত বিপ্লবীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন, বিশ্ববিদ্যালয়ের স্থাপনার নাম পরিবর্তন, জাকসু নির্বাচন, মাদকমুক্ত ক্যাম্পাস, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ সহ ৪১ দফা দাবি পেশ করেন।
বিবার্তা/আয়েশা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]