
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলের দ্বিতীয় তলা থেকে গোপনে হলের ভিডিও ধারণ করতে গিয়ে আব্দুর রহিম নামে এক বহিরাগত যুবককে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯টি সিম।
২ নভেম্বর, শনিবার বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে এ ঘটনা ঘটে।
ভিডিও ধারণকারী আব্দুর রহিমের বাড়ি নোয়াখালী জেলায়। সেখানকার স্থানীয় একটি প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্র তিনি।
জানা যায়, শেখ হাসিনা হলের প্রহরী মোটরের সুইচ অন করতে হলের ভিতরে যান। এ সুযোগকে কাজে লাগিয়ে হলের মধ্যে প্রবেশ করেন অভিযুক্ত এ যুবক। হলে প্রবেশ করে বুক পকেটে মোবাইল রেখে ক্যামেরা চালু করে ভিডিও ধারণ করতে থাকেন। হলের দ্বিতীয় তলায় উঠে ভিডিও করতে থাকা অবস্থায় হলের কয়েকজন মেয়ের সন্দেহ হলে তাকে জিজ্ঞেসবাদ করা শুরু করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভিডিও করার বিষয়টি ধরা পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দিলে তাকে হল থেকে আটক করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ হলে গিয়ে ঐ যুবককে আটক করি।
তিনি আরও বলেন, এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও ইমেজের জন্য হুমকিস্বরূপ। তবে অভিযুক্ত যুবকের বাবা-মায়ের তত্ত্বাবধানে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবার্তা/মহসিন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]