শিক্ষা
বাকৃবিতে বাঁধনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ২০:২৯
বাকৃবিতে বাঁধনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

`রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন' স্লোগানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রক্তদাতা সংগঠন বাঁধনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।


১ নভেম্বর, শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় দিবসটি উদযাপন করেছে বাঁধন বাকৃবি জোনাল পরিষদ।


দিবসটি উপলক্ষে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষের সাম‌নে থে‌কে একটি আনন্দ র‍্যালি শুরু করে। র‍্যালিটি উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে কে আর মার্কেট হয়ে বাঁধনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।


এরপর সংগঠনটির ২৭ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তাদের কার্যালয়ে কেক কাটা হয় এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।


আলোচনা সভায় সংগঠনটির সভাপতি সোয়েব মীমের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার ফেরদাউস রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী । এছাড়াও সংগঠনটির প্রায় শতাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক বলেন, বাঁধন একটি অনন্য প্রতিষ্ঠান। এ সংগঠ‌নের সদ‌্যসরা মানুষের কল্যাণ এবং জীবন রক্ষার্থে কাজ করে। নিজেরা রক্ত দান এবং রক্ত সংগ্রহ করে মুমুর্ষু ব্যক্তির জীবন বাঁচায়, যা নিঃসন্দেহে পুণ্যের কাজ। এছাড়াও এই সংগঠন শিক্ষার্থীদের দলবদ্ধ কাজ এবং প্রতিকূল পরিবেশে সমস্যা সমাধান করতে শেখায়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com