শিক্ষা
‘ছাত্ররাজনীতি সংকটের সমাধান প্রয়োজন, নিষিদ্ধ নয়’
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ২১:৫২
‘ছাত্ররাজনীতি সংকটের সমাধান প্রয়োজন, নিষিদ্ধ নয়’
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এ ‘ছাত্ররাজনীতির সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে এর সংকট সমাধানের জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


৩১ অক্টোবর, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির এর সেমিনার।


সেমিনারে প্রত্যেক সংগঠনের প্রতিনিধিরা ভবিষ্যতের ছাত্র রাজনীতির সংকট সমাধানের কথা বলেন।


জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধি শাহরিয়ার ফারুক ভূঁইয়া বলেন, আমরা রাজনৈতিক পরিবর্তন নিয়ে কাজ করছি। এখন আর মানুষ গতানুগতিক রাজনীতি চায় না। আমরা চাই সুস্থ রাজনীতি, মেধা বিকাশের রাজনীতি। দায়িত্ববোধ ও জবাবদিহিতার রাজনীতি করবে ছাত্রদল। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ক্যাম্পাসে শোডাউন ও দখলদারিত্বের রাজনীতি ছাত্রদল করবে না।


বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চবি শাখার প্রচার সম্পাদক সাইদ বিন হাবিব বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির অন্যতম বড় সংকট ভিন্ন দল ও মতকে সহ্য করতে না পারা। কিন্তু ইসলামী ছাত্রশিবির মনে করে রাজনৈতিক আদর্শ কখনো চাপিয়ে দেওয়া যায় না। আদর্শের ক্ষেত্রে জোর-জবরদস্তি করা যাবে না। প্রত্যেক দল ও মত তার আদর্শ প্রচার করবে, শিক্ষার্থীরা যে আদর্শ পছন্দ করবে তা গ্রহণ করবে।


বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রতিনিধি জশদ জাকির বলেন, আমি ছাত্র রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার কোনো কারণ দেখি না। কারণ মহাবিশ্বের একটি বালুও রাজনীতি বহির্ভূত না। এখানে প্রশ্ন হওয়া উচিত কোন ধরনের রাজনীতি থাকবে বা থাকবে না। ছাত্ররাজনীতির সবচেয়ে বড় সংকট কোনো সিনিয়র সংগঠনের লেজুড় থাকা। ছাত্র হয়েও কোনো সংগঠনের উদ্দেশ্য সার্ভ করা।


রাষ্ট্রচিন্তার প্রতিনিধি আল মাশনুন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছাত্রলীগের নিপীড়ন চলেছে প্রশাসনের প্রত্যক্ষ মদদে। আমরা দেখেছি শিবির করার কারণে এবং শিবির ট্যাগ দিয়ে ছাত্রদের মারধর করে তুলে নেওয়া হতো। প্রশাসন ছাত্রদের রক্ষা না করে উলটো পুলিশে দিয়ে দিতো। ছাত্রলীগ এতবড় দানব হতে পারতো না যদি প্রশাসন সাহায্য না করতো।


বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আজাদ হোসেন বলেন, ছাত্র রাজনীতি ও গুন্ডামি দুইটা আলাদা বিষয়। ছাত্র রাজনীতি মানে গুন্ডামি, মাস্তানি, হল দখলদারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি না। আমরা এতদিন রাজনীতির নামে এসব দেখে এসেছি। তাই ছাত্র রাজনীতি সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়েছে। এখন প্রশ্ন উঠবে ছাত্র রাজনীতি তাহলে কি? আমার মতে সমাজ, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান যে সংকট তা সংশোধনের জন্য লড়াই করাই ছাত্র রাজনীতি।


এছাড়াও সেমিনারে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ঈশা দে, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির আবির বিন জাবেদ, পাহাড়ি ছাত্র পরিষদের মোনাল চাকমা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিজাউর রহমান, নারী অঙ্গনের সুমাইয়া শিকদার, গাউসিয়া কমিটির মুনতাসীর মাহমুদ, ক্লাব অ্যালায়েন্স অফ সিইউ এর সাজ্জাদ হোসেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ধ্রুব বড়ুয়া, ছাত্র অধিকার পরিষদের তামজিদ উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের সাকিব মাহমুদ রুমী, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের তারেক মনোয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের আমিনুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।


মুক্ত এ আলোচনায় প্রায় ১৭টি রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে বক্তারা শিক্ষার্থীদের পক্ষ থেকে করা প্রশ্নেরও জবাব দেন।


বিবার্তা/মহসিন/রোমেল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com