শিক্ষা
বশেমুরবিপ্রবিতে যোগদান করলেন উপাচার্য অধ্যাপক শহীদুল ইসলাম
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১০:৩৯
বশেমুরবিপ্রবিতে যোগদান করলেন উপাচার্য অধ্যাপক শহীদুল ইসলাম
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবিপি) উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম যোগদান করেছেন। মঙ্গলবার তিনি এ পদে যোগদান করেন।


অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য। বশেমুরবিপ্রবিপি উপাচার্য হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


উল্লেখ্য, ২৭ অক্টোবর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন, ২০২২ এর ১০ (১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়। তাকে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।


ড. মো. শহীদুল ইসলাম গণিত বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জার্মানির গটিংজেন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এমএস এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।


কর্মজীবনের শুরুতে ড. মো. শহীদুল ইসলাম ১৯৯২ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ২০০২ সালে সহকারী এবং ২০০৫ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি।


ড. মো. শহীদুল ইসলাম ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০১৮ সালে গ্রেড-১ অধ্যাপক উন্নীত হন। ২০২১ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের ৬৮টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ গণিত সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com