
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। এছাড়া আরও পাঁচটি মেডিকেলে উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে সাবেক তিন অধ্যক্ষ-উপাধ্যক্ষকে ওএসডি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়েছে।
নতুন যে পাঁচ মেডিকেলে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।
কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মেডিকেলটির সহযোগী অধ্যাপক (জেনারেল ইএনটি, অটোলজি রাইনোলজি, হেডনেক সার্জারি) ডা. মো. জাহাংগীর আলম মজুমদার।
একই মেডিকেলের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. মো. আব্দুর রব নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রির অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদ।
একই মেডিকেলের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শরীফুল ইসলাম ভুঞা নিয়োগ পেয়েছেন মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে।
ওএসডি হলেন যারা
একই প্রজ্ঞাপনে সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এহসানুল হক খান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. হাফিজুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদফতরে বদলি করা হয়েছে।
বদলি বা পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৭ নভেম্বরের মধ্যে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়। অন্যথায় ১০ নভেম্বর পূর্বাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ কর হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]