
সাত বছর পর প্রকাশ্যে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। পল্টন ট্র্যাজেডি দিবসের আলোচনা সভার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে আসে এ কমিটি।
তবে এ সাত বছরেও তাদের নিয়মিত কর্মসূচি ছিল বলে দাবি করেন শাখা শিবির সভাপতি এইচ এম আবু মুসা। ২৯ অক্টোবর, মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এছাড়া শিক্ষার্থীদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় তিনি বলেন, ‘২০১৭ সালে বিনা অপরাধে আমাদের হাজার হাজার ভাইদের বৈধ আবাসিক সিট থেকে বের করে দেয়া হয়েছে। এরপর ক্যাম্পাসে আসলে মারধর, মেস থেকে গ্রেফতার ও হয়রানির ফলে অনেকেই বিনা অপরাধে তাদের ছাত্রজীবন শেষ করতে পারেনি। স্বৈরাচারী শাসনের কারণে চাপে ছিলাম বটে কিন্তু আমাদের সংগঠনের কার্যক্রম কখনোই বন্ধ ছিল না। প্রতিবছরই আমাদের নতুন কমিটি হয়েছে, আমার সবসময়ই কার্যক্রম পরিচালনা করেছি। তবে তা গণমাধ্যমের কাছে প্রচার করা হয়নি।’
ক্যাম্পাসে কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে-সকল দাবি প্রদান করেছে আমরা তার সাথে একমত। এছাড়াও আমাদের আরো কিছু দাবি রয়েছে। সেগুলো নিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায় ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এজন্য ক্যাম্পাসের সকল ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
২৯ অক্টোবর, মঙ্গলবার দুপুর ১২টায় ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সাথে কুশলবিনিময় করেন শিবির সভাপতি আবু মুসা। বিশ্ববিদ্যালয়ের বটতলায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। পরে বিভিন্ন দপ্তরে গিয়ে শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবর মাসে হল ক্যাম্পাসের হল থেকে নেমে যান শিবিরের নেতাকর্মীরা। এরপর থেকে ক্যাম্পাসে প্রকাশ্য কর্মসূচিতে দেখা যায়নি সংগঠনটিকে। গত ২৮ অক্টোবর রাতে পল্টন ট্র্যাজেডি দিবসের আলোচনা সভার মাধ্যমে প্রকাশ্যে আসে ইবি ছাত্র-শিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয়। সভাপতি এইচ এম আবু মুসা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং সেক্রেটারি মাহমুদুল হাসান ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিবার্তা/জায়িম/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]