
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ। সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
আদেশ সূত্রে জানা যায়, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে অব্যহতি দিয়ে ড. শরফরাজকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। পুনরাদেশ না পাওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ বলেন, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স নতুন একটি বিভাগ। স্বভাবতই বিভাগে অনেক কিছু করার আছে। আমি বিভাগটিকে একটি স্বনামধন্য বিভাগ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।
বিবার্তা/জায়িম/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]