
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। ২৩ অক্টোবর, বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করার তারিখ (শিক্ষার্থী কর্তৃক) ২৩ অক্টোবর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৪ এবং প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেয়ার তারিখ (শিক্ষার্থী কর্তৃক) ১ নভেম্বর ২০২৪ থেকে ৩ নভেম্বর ২০২৪ করা হয়েছে।
এতে আরো বলা হয়, শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়নের তারিখ (কলেজ কর্তৃক) ৪ নভেম্বর ২০২৪ থেকে ৫ নভেম্বর ২০২৪ এবং সোনালী সেবার মাধ্যমে টাকা/ফি জমা দেয়ার তারিখ (কলেজ কর্তৃক) ৬ নভেম্বর ২০২৪ থেকে ৭ নভেম্বর ২০২৪ করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ (যেমন-ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন, পে স্লিপ ডাউনলোড ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি) করতে পারেননি সে সকল কাজও সম্পন্ন করতে পারবেন।
বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]