বাকৃবিতে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউজিসি প্রতিনিধি দল
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৮:৩২
বাকৃবিতে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউজিসি প্রতিনিধি দল
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।


১৯ অক্টোবর, শনিবার প্রতিনিধিদলটি দুপুর ১২টায় বাকৃবিতে পৌঁছান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক প্রশিক্ষণ ভেন্যুসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলো ঘুরে দেখেন।


পরিদর্শন শেষে বিকালে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


ইউজিসির চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ, প্রোগ্রাম অফিসার আবু তালেব মু. মুনীর এবং সহকারী পরিচালক মো. মোস্তাক আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।


বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া এবং বাকৃবি প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ইউজিসির এই প্রতিনিধি দলকে স্বাগত জানান।


এসময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক এ. এস. এম. গোলাম হাফিজ, জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ অন্যান্য কর্মকর্তারা।


পরে ইউজিসি প্রতিনিধিদল বাকৃবি আইকিউএসি, জিটিআই, পরিকল্পনা ও উন্নয়ন শাখা এবং প্রকৌশল শাখার প্রতিনিধিদের সাথে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।


ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান বলেন, নবীন শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। ইউজিসি ইতোমধ্যেই শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের জন্য স্বতন্ত্র প্রশিক্ষণ কেন্দ্র গড়ার উদ্যোগ নিয়েছে, যা শীঘ্রই অধিকতর উৎকর্ষতা অর্জন করবে।


বিবার্তা/আমানুল্লাহ/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com