
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সমন্বিত গুচ্ছ পদ্ধতির স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে আগামীকাল ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। পরবর্তীতে ২৭ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে।
১৯ অক্টোবর, শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।
তিনি জানান, ‘চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামীকাল থেকে ২৪ তারিখ পর্যন্ত চলবে। ব্যাংকে নির্ধারিত টাকা জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।’
কোটায় ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘কোটার ফলাফল প্রকাশিত হয়ে গেছে। ফলে স্বাভাবিক শিক্ষার্থীদের সাথেই তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।’
বিবার্তা/প্রসেনজিত/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]