পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতি নিয়ে আরও পর্যালোচনার নির্দেশ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:৫৪
পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতি নিয়ে আরও পর্যালোচনার নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আরও পর্যালোচনা করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।


বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনে পরীক্ষা ও মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ নির্দেশনা দেন।


শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।


নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন, ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষার বিষয়ে জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া অভিজ্ঞতা, তথ্য-উপাত্ত পর্যালোচনা করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। এরপর বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মূল্যায়ন সহজবোধ্য করার বিষয়ে আরও বিস্তারিত খতিয়ে দেখে নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশ করার জন্য এনসিটিবিকে অনুরোধ জানান মহিবুল হাসান চৌধুরী নওফেল।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইইআরের অধ্যাপক ড. তারিক আহসান প্রমুখ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com