
গত তিন শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে এবার গুচ্ছ পদ্ধতিতে না গিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষায় গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
২৩ জানুয়ারি, মঙ্গলবার সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
এর আগে গত দুই শিক্ষাবর্ষে একই ঘোষণা দিলেও পরবর্তীতে কর্তৃপক্ষের অনুরোধে দু বারই সিদ্ধান্ত পরিবর্তন করেন শিক্ষকরা।
অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষক সমিতির সাধারণ সদস্যদের মতামত সাপেক্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করে এককভাবে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর পরেও কর্তৃপক্ষ যদি গুচ্ছে যায় সেক্ষেত্রে শিক্ষকরা ভর্তি পরীক্ষার কার্যক্রমে অংশ নেবে না।’
তিনি জানান, তিনবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি গ্রহণ করার পরও এ প্রক্রিয়ায় কোন শৃঙ্খলা নেই। গত শিক্ষাবর্ষে আমাদের বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিভাগে অনেক আসন খালি রয়েছে। এছাড়া গুচ্ছের কতৃপক্ষ ভর্তি পরীক্ষার কোন আর্থিক হিসাব প্রদান করে না। ঢাবি, রাবি, চবি, জাবি ও বিইউপি এককভাবে ভর্তি পরীক্ষা নিতে পারলে আমরা পারবো না কেন? এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য গুচ্ছ পদ্ধতিতে গেলেও আসলে ভোগান্তি বেড়েছে।
গত দুই শিক্ষাবর্ষে ইউজিসি ও আচার্যের অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে ড. আনোয়ার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্তের উপর এভাবে বারবার হস্তক্ষেপ করা উচিৎ নয়।’
এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের মতো যদি রাষ্ট্রপতির অভিপ্রায় ও ইউজিসি অনুরোধ করে সেক্ষেত্রে কি ভূমিকা হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদ বসে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’
জানা যায়, এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আগে একই ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে পরবর্তীতে ইউজিসি ও রাষ্ট্রপতির অনুরোধে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন শিক্ষকরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমি কেবল বিষয়টি জানলাম। আসলে যা করতে হবে শিক্ষকদের নিয়েই করতে হবে। আমি বিষয়টি ক্লিয়ারভাবে জেনে পরবর্তী বিষয়ে জানাবো।’
বিবার্তা/জায়িম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]