
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত তিন অধ্যাপককে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (২১ জানুয়ারি) বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদ ও অধ্যাপক ড. মাহফুজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। একই দিন রাতে রাত নয়টার দিকে তার ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন অধ্যাপক ড. নেসার উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।
একই দিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ড. নেছার উদ্দিনসহ আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তিন শিক্ষককে বিভাগের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
ড. নেছার উদ্দিন অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারায় তার সম্মাননা স্মারক গ্রহণ করেন বিভাগের সহকর্মী ও তার আত্মীয় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ।
পরিবার ও বিভাগীয় সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি, সোমবার সকাল আটটায় ঢাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলায় তার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সমাহিত করা হবে ড. নেছারকে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব বলেন, ‘ড. নেছার উদ্দীনের মৃত্যুতে আমরা একজন গুণী শিক্ষককে হারালাম। আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবারকে ধৈর্যধারণ করার তাওফিক দেন।’
উল্লেখ্য, অধ্যাপক ড. নেছার উদ্দিন ১৯৯১ সালের ৪ ডিসেম্বর আরবি ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে ১৯৯৪ সালে সহকারী অধ্যাপক, ২০০২ সালে সহযোগী অধ্যাপক ও ২০০৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি কলা অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ নানা দায়িত্ব পালন করেছেন।
বিবার্তা/জায়িম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]