
ঈদুল আজহা উপলক্ষে ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা। এছাড়া ২২-২৩ জুলাই শুক্র-শনিবার হওয়ায় ২৪ জুলাই থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। তাই প্রশাসনিকভাবে ১৫ দিনের ছুটি হলেও প্রকৃতপক্ষে ছুটি থাকছে ১৭ দিনের। তবে এবার ঈদে খোলা থাকছে রাবির আবাসিক হলগুলো।
শনিবার (২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী মহল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় হল খোলা রাখার কথা জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। রবিবার অফিসিয়ালভাবে বিষয়টি জানানো হবে এবং প্রত্যেক হলে নোটিশ পাঠানো হবে।
এদিকে হল খোলা রাখার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশংসা করছেন শিক্ষার্থীরা। অনেকেই প্রশাসনকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করছেন।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]