
ঢাকা কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থপাঠ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে যিনি চিনিয়ে দিয়েছেন তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মা এবং মাটিকে তিনি ভালোবেসে ছিলেন। বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল বাংলাদেশের মেহনতী মানুষের জন্য।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা বঙ্গবন্ধুকে ভালোবাসবে, বাংলাদেশের মানুষকে ভালোবাসবে। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজকের এই পরীক্ষা। তোমরা পরীক্ষা ভালো করে দেবে। তোমাদের এই পরীক্ষার মার্কস অর্ধ-বার্ষিক পরীক্ষায় যুক্ত হবে।
‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থপাঠ প্রতিযোগিতার সমন্বয়ক অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক পারভীন সুলতানা বলেন, আমরা ঢাকার ৩০টি কলেজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারমধ্যে ৮টি কলেজ আসতে চেয়েছে।
তিনি আরো জানান, প্রায় দেড় হাজারের মতো শিক্ষার্থী এই গ্রন্থপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বিবার্তা/সাখাওয়াত/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]