
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যারিয়ার ক্লাবের (ডিউসিসি) নবীনবরণ ও ১৩ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন এবং বক্তব্য রাখেন।
এসময় ক্যারিয়ার ক্লাবের-এর সভাপতি কায়সার সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ নেতৃত্বের জন্য ক্লাবের কয়েকজন সদস্যকে ‘বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১৩ বছর পূর্তি উপলক্ষ্যে ক্লাবের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নিজেদের গুণগতমান ও জীবনমান বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের মূল্যবোধ ও সৌজন্যবোধসহ সুন্দর জীবনাচরণের মৌলিক বিষয়গুলো চর্চা করতে হবে। সহশিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ক্লাবের সদস্যরা দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবার্তা/সাইদুল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]