
র্যাগিংয়ের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেন আইন বিভাগের চেয়ারম্যান মানসুরা খানম।
তিনি বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত সাপেক্ষ বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় অন্য এক শিক্ষার্থীকে অর্থদণ্ড করা হয়েছে।
আইন বিভাগের ৩১ তম একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭ এপ্রিল অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তি প্রদান করা হয়। এদের মধ্যে ৪ শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা সকলে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
বহিষ্কৃত শিক্ষার্থী হলেন- মুনতাসিম চৌধুরী, শেখ ইশতিয়াক হোসেন, হাসিবুল হাসান ও এ.এইচ.এম জান্নাতুল ফেরদৌস (রাফি)। এছাড়া অর্থদণ্ডে দণ্ডিত শিক্ষার্থী হলেন মো. মাহমুদুল হাসান। এছাড়া অর্থদণ্ডে দন্ডিত শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান।
এ বিষয়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হননি।
বিবার্তা/অহনা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]