
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন রুখতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খাবারের ফুডকোর্ট ও টং দোকানসমূহ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।
আন্দোলনকারী শিক্ষার্থী নাফিসা আঞ্জুম বলেন, মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতরের দোকানগুলো বন্ধ দেখা যায়। দোকানদাররা প্রশাসনের নির্দেশনার অজুহাত দেখিয়ে দোকান খুলছেন না। আমাদের ধারণা চলমান আন্দোলন বন্ধ করার জন্য এ দোকানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। কারণ আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা দোকানগুলো থেকে নিয়মিত খাবার গ্রহণ করতেন।
এদিকে সরেজমিন দেখা যায়, হ্যান্ডবল গ্রাউন্ডের পাশের তিনটি ফুডকোর্ট এবং পরিবহণ গ্যারেজের পাশের টং দোকানগুলো বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানান, আন্দোলন শুরু হওয়ার পর থেকেই খাবারের দোকানগুলো মধ্যরাত পর্যন্ত খোলা থাকতো, কিন্তু মঙ্গলবার প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবিরের মোবাইলে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে গত বুধবার থেকে শুরু হওয়া আমরণ অনশনে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ১৪৬ ঘণ্টা অতিবাহিত হলেও কোনো সমাধান না আসায় অনশনরত শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ২৮ অনশনরতর মধ্যে ১৯ জনের স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং ৯ জন ক্যাম্পাসে অনশন করছেন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]