
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের নামে করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক শরিফুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, এসব জাতীয় পরিচয়পত্রের বিপরীতে দেশে আর কোনো সুযোগ–সুবিধা পাবেন না তারা।
জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে এনআইডি তৈরি করা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা অনধিক ২০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেয়া হতে পারে। জালিয়াতি প্রমাণিত হলে সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে।
প্রসঙ্গত, এর আগেও হারিছ আহমেদ এবং তোফায়েল আহমেদ সম্পর্কে ভুয়া তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগ ওঠে। তাদের স্ত্রীরাও একই ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ইসির পক্ষ থেকে গত জুন মাসে হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদের ভুয়া এনআইডির বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে আজ তাদের করা চারটি ভুয়া এনআইডি বাতিল করা হলো।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]