
রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল ও সড়কের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা সাদিক এগ্রো উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
২৭ জুন, বৃহস্পতিবার দুপুর ১২টায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর থেকে খোঁজ মিলছে না সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের।
প্রভাবশালী এই গরু ব্যবসায়ীকে অভিযানের আশপাশেও দেখা যায়নি। তিনি কোথায় আছেন, তাও জানা যায়নি। কয়েক দফায় তার ব্যক্তিগত মুঠোফোনে ফোন ও ক্ষুদেবার্তা পাঠিয়েও তাকে পাওয়া যায়নি।
আগে থেকে উচ্ছেদের কথা প্রকাশ পাওয়ায় বেশির ভাগ পশু আগেভাগে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও আলোচিত সেই ছাগলসহ আরও কিছু পশু উচ্ছেদের সময় সাদিক এগ্রোতে দেখা গেছে।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে একটি পেলোডার, একটি হুইল এক্সক্ভেটর, তিনটি বেক-হো লোডার নিয়ে হাজির হন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]