
অর্থ আত্মসাৎ ও প্রতারণার একাধিক মামলায় তিন বছর সাজাপ্রাপ্ত আসামি বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দণ্ডিত বাপ্পাদিত্য বসু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
১৭ জানুয়ারি, বুধবার র্যাব-১০ উপপরিচালক (অপ্স অফিসার) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করে।
সাবেক এই ছাত্রনেতা একটি অর্থঋণ মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে ছিলেন তিনি।
র্যাব কর্মকর্তা আমিনুল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজাপ্রাপ্ত আসামি বাপ্পাদিত্য একাধিক অর্থঋণের মামলায় পলাতক থাকার কথা স্বীকার করেছেন। মামলা রুজুর পর থেকেই তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকতেন বলেও জানিয়েছেন।
বাপ্পাদিত্য বসু যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার দুলাল চন্দ্র বসুর ছেলে ও ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি। তিনি নোয়াখালি, কুমিল্লা ও বরিশালের অর্থঋণ আদালত ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেফতারের পর বাপ্পাদিত্য বসুকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে কারাগারে পাঠানের নির্দেশ দেন বিচারক।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]